Breaking News

একজন বিসিএস ক্যাডারের সাদাসিধে জীবন

আমাদের সমাজে বিসিএস ক্যাডারদের আলাদা চোখে দেখা হয়। সম্মান আর প্রভাব প্রতিপত্তিতে আরা সবার চেয়ে এগিয়ে।

সেজন্য অনেকেই অহংকারীও হয়ে উঠেন। কিন্তু সবাইতো আর একরকম নয়। ছবিতে যাকে দেখছেন তিনি শামীম হাসান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।

একজন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ’র সমাজবিজ্ঞান এর প্রভাষক।

ক;রো;না;র কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাঙালীর আদি পেশা কৃষির প্রতি ভালোবাসার টানে মাটির মানুষের মতো অকপটে কাজ করছেন মাঠে।

নিজের জমিতে নিজেই চাষাবাদ করছেন। একজন প্রথম শ্রেণির কর্মকর্তা হয়েও মা মাটির সাথে তার প্রেমের বহিঃপ্রকাশ করতে ল;জ্জাবোধ করেননি।

জনাব শামীম হাসান নিজে শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে মাঠে কাজ করে বু;ঝিয়ে দিলেন জীবিকার জন্য সততার সাথে যেকোনো কাজ করা সম্মানের।আপনি বর্তমান শিক্ষিত যুবকদের অনুপ্রেরণার বাতিঘর।আপনাকে স্যালুট। অনলাইন থেকে সংগৃহীত

Check Also

মেয়ের শ্বশুরবাড়িতে ১০০০ কেজির মাছ, ২৫০ কেজি মিষ্টি, ১০টা ছাগল পাঠালেন বাবা!

একটাই মেয়ে বলে কথা ৷ তার বিয়েতে দুর্দান্ত কিছু উপহার তো দিতেই হয় ৷ তবে …